আইসিটি খাতে দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষাক্রমে দারুন সব অকুপেশনাল স্কীল কোর্স যুক্ত করেছে বাংলাদেশ সরকার। কম্পিউটার অপারেশন এগুলোর মধ্যে অন্যতম। আমাদের দেশে এই পর্যন্ত ২০ লক্ষ্যের বেশি কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। দিনে দিনে বাড়বে এর পরিধি। বর্তমানে সরকারি, বেসরকারিসহ প্রায় সকল প্রতিষ্ঠান প্রযুক্তি নির্ভর কার্যক্রর শুরু করেছে। কিন্তু দক্ষকর্মীর অভাব ফুরাচ্ছেনা।
দেশে হোক বা বিদেশে এই সময়ে যেকোন ক্যারিয়ার শুরু করার জন্য উন্নতি করার জন্য কম্পিউটার অপারেশন একটি গুরুত্বপূর্ণ স্কিল। এটি ছাড়া বর্তমানে কোনো জবই পাওয়া মুশকিল। তাই বিদ্যাশিখি ডট কম আপনাদের জন্য নিয়ে এলো জাতীয় শিক্ষাক্রম নির্দেশিত গাইডলাইন এবং আমাদের অভিজ্ঞতার সমন্বয়ে একটি অন্যন্য অসাধারণ কোর্স।
কম্পিউটার অপারেশন
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বীমাসহ বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির উপর নির্ভরতা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তি দক্ষতা এখন আর বিশেষ কোনো বিষয় নয় বরং এটি মৌলিক বিষয় হয়ে দাড়িয়েছে। যেকোন পেশার মানুষ এখন কম্পিউটার অপারেশন এর দক্ষতা অর্জন করতে হবে।
মৌলিক কম্পিউটার ব্যবহার যেমন কম্পিউটার চালু করা, বন্ধ করা, অফিসিয়াল ডকুমেন্ট প্রস্তুত, তথ্য উপাত্ত এন্ট্রি, ডকুমেন্টস্ ট্রান্সফরমেশনই মূলত কম্পিউটার অপারেশন হিসেবে পরিচিত। এই কোর্সে আমরা এসব বেসিক থেকে এডভান্স পর্যন্ত শিখবো।
কাজের ক্ষেত্র বা ক্যারিয়ার সুযোগ
কম্পিউটার অপারেশন কোর্সটি সফলভাবে শেষ করে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া যাবে। সংক্ষেপে কিছু ফিল্ডের তালিকা দেওয়া হলো-
১. সরকারি / বেসরকারি ব্যাংক, বীমা ও অন্যন্য অর্থনৈতিক প্রতিষ্ঠান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান।
৩. বেসরকারি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান।
৪. হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
৫. যেকোন ধরণের শিক্ষা প্রতিষ্ঠান।
৬. প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া।
৭. আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং।
৮. সরকারি সকল বিভাগ।
৯. বিভিন্ন শিল্প এবং উৎপাদনমুখী প্রতিষ্ঠান।
১০. অনলাইন খুচরা বিক্রেতা এবং ই-কমার্স সেবাদানকারী প্রতিষ্ঠান।
কম্পিউটার অপারেশন এর প্রধান কাজ
এই স্কীল অর্জন করণের মাধ্যমে প্রযুক্তি নির্ভর কাজে কম্পিউটার ব্যবহারে মৌলিক দক্ষতা যেমন- কম্পিউটার ইন্সটল, পাওয়ার ম্যানেজমেন্ট, অপারেটিং সিস্টেম ব্যবহার, সিস্টেম রিকভারী, ফাইল ও ফোল্ডার ম্যানেজমেন্ট, ডাটা ট্রান্সফারসহ নিম্নে আরও কিছু কাজ দেওয়া হলো-
১. কম্পিউটার সেটাপ ও ইন্সটলমেন্ট;
২. অপারেটিং সিস্টেম ম্যানেজমেন্ট;
৩. ফাইল ও ফোল্ডার ম্যানেজমেন্ট;
৪. ডকুমেন্ট তৈরি ও ব্যবস্থাপনা;
৫. ডাটা এন্ট্রি;
৬. ম্যানুয়াল তথ্যকে ডিজিটালি রূপান্তর করা;
৭. নেটওয়ার্ক কানেকশান এবং ফাইল শেয়ারিং;
৮. ইমেইল ও সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট;
৯. বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচালনা;
Curriculum
- 8 Sections
- 0 Lessons
- 30 Days
- কম্পিউটারের ভূমিকা ও কার্যপ্রক্রিয়া1
- ফাইল ম্যানেজমেন্ট0
- ইন্টারনেট বেসিকস0
- ওয়ার্ড প্রসেসিং (মাইক্রোসফট অফিস ওয়ার্ড, গুগল ডকস্, ও অন্যন্য)1
- স্প্রেডশীট (এক্সেল, গুগল শীট)0
- প্রেজেন্টেশন (পাওয়ার পয়েন্ট)0
- ডাটা হ্যান্ডলিং0
- অ্যাডভান্সড টুলস ও ই-কমার্স বেসিকস0
Requirements
- নূন্যতম মাধ্যমিক স্তরের শিক্ষার্থী;
- অ্যান্টিগ্লেয়ার গ্লাস / স্ক্রিন প্রটেক্টর;
- ডেক্সটপ বা ল্যাপটপ;
- ইন্টারনেট কানেকশন;
Features
- জাতীয় দক্ষতা লেভেল অনুযায়ী কোর্স প্লান;
- সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন;
- রেকর্ডের ও লাইভ ক্লাস;
Target audiences
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থী;
- দক্ষতা উন্নয়নে আগ্রহী ব্যক্তি;
- সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী;