দেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজ এর ঈদ উল ফিতর উৎসব ভাতা নিয়ে একটি সুখবর জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা। ০২ এপ্রিল ২০২৪ খ্রি: মাউশি সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক বিপুল চন্দ্র শাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বরাবরের মত এবারও বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজ সমূহের শিক্ষকগণ ২৫% এবং কর্মচারীগণ ৫০% ঈদ উল ফিতর উৎসব ভাতা পেলেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও প্রকাশের মাধ্যমে এটি জানা যাবে। বিদ্যাশিখি ডট কম এর শিক্ষা সংবাদ বিভাগে এই বিষয়ে জানাবো আজ।
Table of Contents
Toggleঈদ উল ফিতর উৎসব ভাতা
শতকরা ৯২ ভাগ মুসলিম এর দেশে বেসরকারি স্কুল ও কলেজ সমূহে যেসকল শিক্ষক কর্মচারী চাকরি করেন তাদের প্রতি বছর ঈদ উল ফিতর এর উৎসব ভাতা প্রদান করা হয়।
এই বছরও তার ব্যতিক্রম হয়নি। কর্তৃপক্ষ ৪ঠা এপ্রিল ২০২৪ একটি অফিস আদেশ এর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের এই সুখবর দেয়। ইএফটিতে বেতন ভাতাদি পেতে এমপিও পোর্টালে এমপিও শিক্ষকদের ইএফটি তথ্য হালনাগাদ থাকতে হবে।
স্কুল ও কলেজ ঈদ উল ফিতর উৎসব ভাতা এমপিও ২০২৪
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ইএমআইএস সেল এর মাধ্যমে অটোমেটেড পদ্ধতিতে ইতমধ্যে সকল স্কুল ও কলেজ সমূহের নামে এবং শিক্ষক-কর্মচারীদের জন্য স্কুল ও কলেজ ঈদ উল ফিতর উৎসব ভাতা এমপিও ২০২৪ প্রস্তুত করা হয়েছে।
প্রতিষ্ঠান সমূহ DSHE এবং EMIS এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে জেলা ও উপজেলা ভিত্তিক ঈদ উল ফিতর উৎসব ভাতা ২০২৪ এমপিও পিডিএফ ডাউনলোড করতে পারবেন।
ঈদ উল ফিতর এমপিও অর্ডার
মাউশি কর্তৃক প্রকাশিত নির্দেশনায় বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এম.পি.ও.ভুক্ত শিক্ষক-কর্মচারীগণের ঈদ-উল-ফিতর ২০২৪ এর উৎসব ভাতা সরকারি অংশের ০৮ টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
যার স্মারক নং-স্মারক নং-37.02.0000.102.37.001.2023/2014 /s, তারিখ: ০২/০৪/২০২১ খ্রি.। আগামী ০৯/০৪/২০২৪ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে ঈদ-উল-ফিতর ২০২৪ উৎসব ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

Comments