বর্তমানে সম্ভবনাময় পেশাগুলোর মধ্যে অন্যতম গ্রাফিক্স ডিজাইন। একজন প্রফেশনাল ডিজাইনার প্রতি বছর গড়ে ১০ হাজার ডলার এর বেশি আয় করতে পারে। সংগৃহিত তথ্যমতে ঢাকা শহরে প্রতিমাসে ১৬ হাজার থেকে ৪১ হাজার টাকা পর্যন্ত আয় করা যায়। রিমোট জব এবং অফিস জব এর হাই ডিমান্ড আছে। অপার সম্ভবনাময় এই কাজে দক্ষ লোকের যথেষ্ট অভাব আছে।
বিদ্যাশিখি ডট কম এর গ্রাফিক্স ডিজাইন কোর্সে ঘরে বসেই বিভিন্ন ধরণের গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন। আমাদের দক্ষ ট্রেইনার অনলাইনে এবং অফলাইনে মডিউল ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে থাকে। আমাদের কোর্স মডিউলগুলো জাতীয় দক্ষতা উন্নয়ন স্কেল পর্যালোচনা করে তৈরি করা হয়েছে। তাই আপনি যেকোন স্তরের একাডেমিক, ডিপ্লোমা কোর্স অথবা সার্টিফিকেট কোর্স সম্পন্ন করতে পারবেন।
এখানে মাধ্যমিক স্তরের অকুপেশনাল স্কীল কোর্স, কারিগরি শিক্ষা অধিদপ্তর এর এক বছর মেয়াদী এডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা সহজ হবে।
গ্রাফিক্স ডিজাইন
ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটারে বা মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ফন্ট, ছবি ও ভেক্টর এর সমন্বয়ে চিত্র তুলে ধরা এবং চিত্রিত করাকেই গ্রাফিক্স ডিজাইন বলে। মূলত এডোবি ফটোশপ এবং ইলাসট্রেটর ব্যবহার করেই এই কাজ করা হয়।
এছাড়াও বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করে আকর্ষনীয় ডিজাইন করে নেওয়া যায়। এই কোর্সে আমরা এডোবি ফটোশপ এবং এডোবি ইলাসট্রেটর ব্যবহার করে কয়েকটি অসাধারণ ডিজাইন করবো এবং সেগুলোর মাধ্যমে আপনাদের মিড থেকে প্রফেশনাল ডিজাইন তৈরি হওয়ার পথে নিয়ে যাবো। ইনশাআল্লাহ।

কোর্সের বৈশিষ্ট্য
শিক্ষার্থীদের ভিজুয়াল আর্ট এবং ডিজাইন নিয়ে মৌলিক ধারণার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং টুলস এবং থিওরির মাধ্যমে বেসিক গ্রাফিক্স ডিজাইন স্কিল ডেভেলাপ করার মাধ্যমে সৃজনশীল ডিজাইন প্রসেস, কৌশল রপ্ত করানোর জোড় প্রচেষ্টা করা।
১. যেকোন ছবিকে এডিট করা বা রিটাচিং শিখবে;
২. সেকেন্ডারী ও টেরিটরি রং/কালার তৈরি করা শিখবে;
৩. এডোব ফটোশপ দিয়ে রাস্টার ইমেইজ এবং এডোব ইলাসট্রেটর দিয়ে ভেক্টর ইমেজ তৈরির কৌশল জানবে;
৪. ডিজাইন কনসেপ্ট এবং স্ক্যাচ জেনারেট করে ক্লায়েন্ট এপ্রুভাল নেওয়া এবং ছবি ম্যানিপুলেট করা শিখবে।
৫. বিভিন্ন ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে সৃজনশীল ও ইউনিক গ্রাফিক্স ডিজাইন করা শিখবে।
কাদের জন্য এই কোর্স
দক্ষতা উন্নয়নের মাধ্যমে ঘরে বসে অনলাইনে টাকা উপার্জন যাদের শখ ও ইচ্ছা। সেই সাথে যারা ক্যারিয়ারে আরও একধাপ এগিয়ে যেতে চায় তাদের জন্যই এই কোর্স ডিজাইন করা হয়েছে। মূলত এখানে জাতীয় দক্ষতা সূচক অনুসরণ করে কারিগরি শিক্ষা বোর্ড এর এক বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অকুপেশনাল স্কিল কোর্স এর নির্দেশনা উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
সৃজনশীল কাজ যাদের পছন্দ এবং ডিজিটাল মার্কেটিং অথবা মিডিয়া ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চায় অথবা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে চায় তাদের জন্য উত্তম লেকচার দিয়ে সাজানো প্রতিটি কোর্স মডিউল। এছাড়াও যারা ডিজাইন ও প্রিন্টিং ব্যবসায় জড়িত হওয়ার চিন্তা করছেন তাদের জন্য এটি আদর্শ হতে পারে।
গ্রাফিক্স ডিজাইন কোর্স সিলেবাস
১. ইমেজ রিটাচিং করা;
২. সেকেন্ডারী কালার ও টারটিয়ারি কালার তৈরি;
৩. এডোব ইলাসট্রেটর দিয়ে ভেক্টর ইমেজ তৈরি;
৪. ডিজাইন ও স্কেচ এর ধারণা তৈরি;
৫. ছবি ম্যানিপুলেশন;
৬. বিভিন্ন ইমেজ এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ডিজাইন তৈরি;
গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার
ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইন খুব বৈচিত্রপূর্ণ এবং চ্যালেঞ্জিং
Curriculum
- 1 Section
- 1 Lesson
- 10 Weeks
Requirements
- দক্ষতা উন্নয়নে আগ্রহী;
- ঘরে বসে অনলাইনে অর্থ আয় করতে চায়;
- গ্রাফিক্স এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে আগ্রহী;
- কারিগরি শিক্ষাবোর্ড এর অধীনে এক বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স এ ভর্তিকৃত শিক্ষার্থী;
- মাধ্যমিক স্তরের অকুপেশনাল স্কিল কোর্সের শিক্ষার্থী;
Features
- মাতৃভাষায় সহজভাবে পাঠ উপস্থাপন।
- সর্বাধুনিক ও আপডেটেড সফটওয়্যারে ক্লাস তৈরি।
- ক্রিয়েটিভ ডিজাইন আইডিয়া।
- প্রজেক্ট ভিত্তিক ক্লাস মডিউল।
- ফ্রিল্যান্সিং গাইড লাইন।
Target audiences
- স্বাধীনভাবে কাজ করতে আগ্রহী;
- কম্পিউটার টেকনোলজি কোর্সের শিক্ষার্থী;
- মাধ্যমিক লেভেল এর শিক্ষার্থী;


I’m interested in graphic design
আমি ক্লাস ১১পড়ি। আমি চাই গ্রাফিক ডিজাইন শিখতে এবং তার সঙ্গে youtube এর ভিডিও এর Thumbnail বানানো শিখতে চাই। তাই ভাবলাম কোন ওয়েবসাইটে গিয়ে এগুলো শিখতে পারবো? তখন ChatGPT তে গিয়ে জিজ্ঞাসা করলাম। তখন সে আমাকে এই ওয়েবসাইটের লিংক দিয়েছে। তাই আমি ওয়েবসাইটে এসে শিখতে চাই।