Homeটিউটোরিয়ালচায়ের দোকানে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ, উচ্চারণ, সমার্থক

চায়ের দোকানে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ, উচ্চারণ, সমার্থক

চায়ের দোকানের সাথে আমাদের পরিচিতি সবারই আছে। বাড়ির পাশে,  রাস্তার ধারে,  ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক কাপ গরম চা অনেকেরই প্রিয় অতীত।  চলুন আজকে জেনে নেওয়া যাক চায়ের টঙে অথবা চায়ের দোকানে ব্যবহৃত বিভিন্ন জিনিসের ইংরেজি শব্দ, সেগুলোর সমার্থক এবং বাস্তব জীবনে প্রয়োগ।

মনে করুন আপনি সকালবেলা ঘর থেকে বের হয়ে রাস্তায় হাঁটছেন। কিছুদূর যাওয়ার পর দেখতে পেলেন একজন চা দোকানে অর্থাৎ ফুটপাতে চা বিক্রি করে এরকম লোক যেগুলোকে সাধারণত টি স্টল বা চা দোকান বা চায়ের টং বলে সেখানে চা বানাচ্ছেন এবং চারপাশে কিছু লোক দাঁড়িয়ে অথবা বসে চা পান করছে।

নিজেকে আপনি থামাতে পারলেন না চলে গেলেন চায়ের টঙে। সেখানে গিয়ে দেখলেন চা দোকানে এবং যারা চা খাচ্ছেন সবাই ইংরেজিতে কথা বলছে। আপনি যেহেতু বাঙালি কখনো ইংরেজিতে কথা বলেননি তাই কিভাবে চা অর্ডার করবেন অথবা কোনটি কিনতে চাইবেন তার নাম জানতে আগ্রহী তাহলে এই পোস্টটি আপনার জন্য।

চায়ের দোকানে ব্যবহৃত বিভিন্ন জিনিস এর ইংরেজি

চায়ের দোকানে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ, উচ্চারণ, সমার্থক - TeaStall

উপরের ছবিটির দিকে লক্ষ্য করলে আপনার পরিচিত কিছু চিত্র দেখতে পাবেন। এই ছবিটি এআই দিয়ে তৈরি করা হলেও এখানে একটি চায়ের টং এ ব্যবহৃত গুরুত্বপূর্ণ দশটি জিনিসের ইংরেজি চিহ্নিত করে দেয়া হয়েছে।

আজ আমরা যে দশটি শব্দের ইংরেজি শিখব তার সংক্ষিপ্ত বিবরণ-

শব্দ (Word)উচ্চারণ (Pronounce)কাছাকাছি অর্থের শব্দ (Similar Meaning Words)
Stoveস্টোভCooker, Tea Wagon
KettleকেটলTea Maker
Black Teaব্ল্যাক টিGreen Tea, Herbal Tea
Condensed Milkকন্ডেন্সড মিল্কEvaporated Milk, Sweetened Milk
Filterফিল্টারStrainer, Sieve
TeacupটিকাপCup
JarজারContainer, Canister
BunsবানসRolls, Loaves
Stoolস্টুলSeat, Bench
Tea Cartটি কার্টTrolley, Serving Cart, Tea wagon

চায়ের দোকানে ব্যবহৃত ইংরেজি শব্দসমূহের ব্যবহার

Having warm tea by the tea cart beside my university was my favorite pastime. The tea seller used to sit in a stool and heat the tea in the kettle on the stove. There were small jars with delicious snacks and biscuits on the cart as well.

Once the tea was ready, he’d pour it in a teacup over a filter, add some condensed milk and voila! His delicious concoction was ready. This tea and two buns- this was my breakfast every day. Sometimes I’d even drink black tea here which was also delicious.

Stove

Stove – চুলা। জার্মান ভাষা থেকে এই শব্দের উৎপত্তি। এটি মূলত নিম্ন জার্মান অথবা মধ্য ডাচ ভাষা থেকে আসা একটি জার্মানিক ভাষা পরিবারের শব্দ। পুরনো ইংরেজিতে এই শব্দের অর্থ ছিল স্টোফা যার অর্থ যার অর্থ বাষ্পস্নান বা ঘামার ঘর।

বাংলাদেশের মানুষ ও এই শব্দটির সাথে বহুল পরিচিত।  বিশেষ করে প্রযুক্তিগত উন্নতির কারণে এবং শহরে মানুষজন এই শব্দটি বেশি ব্যবহার করে। যেমন- Gas Stove, rfl gas stove, topper gas stove, electric stove, electric stove, gas stove repair.

Share: 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় ক্যাটাগরি